কেয়ার অ্যান্ড ওয়াশ গাইড
-
আমাদের সব পোশাক দেশীয় কারিগরদের হাতে ম্যানুয়াল ভাবে তৈরি, তাই ড্রেসগুলো ওয়াশের ব্যাপারে যত্নশীল হতে হবে।
-
আমাদের সকল পোশাক ড্রাই ওয়াশ রিকমেন্ডেড। তবে কোন কারণে যদি ড্রাইওয়াশ করা না যায়, সেক্ষেত্রে নরমাল পানিতে ৩/৪ মিনিট ভিজিয়ে ওয়াশ করতে পারবেন।
-
কোন ধরণের ডিটারজেন্ট ব্যবহার করবেন না কিংবা অতিরিক্ত সময় কাপড় পানিতে ভিজিয়ে রাখবেন না।
-
প্রথম ওয়াশটি অবশ্যই অন্য কাপড় থেকে আলাদা করে ড্রাইওয়াশ বা ওয়াটার ওয়াশ করবেন। লাইট ও ডিপ কালার কাপড় আলাদাভাবে ওয়াশ করতে হবে।
-
ড্রেস বানাতে দেবার আগে ড্রেসটি ভালভাবে আয়রন করে নরমাল পানি দিয়ে লাইট ওয়াশ করে দর্জির কাছে বানাতে দেবেন।
-
মসলিন, এম্ব্রয়ডারি এবং কারচুপি ড্রেস শুধুমাত্র ড্রাই ওয়াশ করতে হবে। যদি ওয়াটার ওয়াশ কেউ করতে চান, তাহলে শুকাতে দেয়ার সময় খেয়াল রাখবেন, ডিফরেন্ট কালার শেডের কাপড় একটা যেন আরেকটার উপর দীর্ঘক্ষণ পরে না থাকে।
-
ভেজা ডিপ শেডের কাপড় লাইট শেডের ভেজা কাপড়ের উপর পরলে ডিপ শেড থেকে রং লিক করে লাইট শেডে লাগতে পারে। তাই এ ব্যাপারে যত্নশীল হতে হবে।